সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর পল্টনে স্টাইল জোন নামের একটি সেলুনে গত ২৯ এপ্রিল এসি বিস্ফোরণে র ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম মো. রাসেল (৩০)। আজ শুক্রবার রাত নয়টায় দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মারা যান।

নিহতের ভগ্নিপতি মো. নাসির আহমেদ প্রথম আলোকে এ কথা জানান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনা৷ সত্যতা নিশ্চিত করেছেন।

গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আর ঘটনাস্থলটি পল্টন থানার উল্টোদিকে ৪৪ নম্বর নয়াপল্টনের চারতলায়।
দগ্ধ অন্যরা হলেন সেলুন মালিক আবুল কালাম (৩৫) ও শাহ-আলম (৫০)।

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল বলেন, দগ্ধ শাহ আলমের শরীরের ৭০ শতাংশ, রাসেলের ৪৯ শতাংশ, ও কালামের শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়।