আশুলিয়ায় কারখানায় ঢুকতে না পেরে শ্রমিকদের বিক্ষোভ

কারখানায় ঢুকতে না পেরে ঢাকার আশুলিয়ার রোজ ইন্টিগ্রেটসের শ্রমিকেরা আজ শনিবার সকালে বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো
কারখানায় ঢুকতে না পেরে ঢাকার আশুলিয়ার রোজ ইন্টিগ্রেটসের শ্রমিকেরা আজ শনিবার সকালে বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো

ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ শনিবার বিক্ষোভ করেন। কারখানায় ঢুকতে না পেরে তাঁরা বিক্ষোভ করেন। পরে আশ্বাস পেয়ে তাঁরা বাসায় ফিরে যান।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার বারইপাড়া এলাকার রোজ ইন্টিগ্রেটস নামের পোশাক কারখানা খোলার পর শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে যান। কিন্তু মাত্র ৩০ ভাগ শ্রমিককে ভেতরে ঢুকতে দিয়ে বাকিদের বাসায় চলে যেতে বলা হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা বাড়ি চলে যান।

কয়েকজন শ্রমিক বলেন, কারখানার ভেতরে ঢুকতে না পারা শ্রমিকেরা ছাঁটাই আতঙ্কে বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ তাদের ছাঁটাই করা হবে না আশ্বাস দিলে তাঁরা বাসায় চলে যান।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন বলেন, শতকরা ৩০ ভাগ শ্রমিক দিয়ে কাজ করানোর সরকারি সিদ্ধান্ত আগেই শ্রমিকদের জানানো হলে তাঁরা বিভ্রান্ত হতেন না।