সাংবাদিকদের ঝুঁকি ভাতা দেওয়ার দাবি মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সাংবাদিকদের ঝুঁকি ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আজ রোববার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, নানামুখী চাপ এবং প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বাংলাদেশের সাংবাদিকেরা।

করোনাভাইরাসের এ সময়েও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে সাহসী ভূমিকা পালন করছেন তাঁরা।

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘ত্রাণ বিতরণের দুর্নীতির সংবাদ সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকেবিরত রাখা ও সাংবাদিকদের সেলফ সেন্সরশিপে বাধ্য করার প্রয়াস চলছে। গ্রেপ্তার ও মামলা দেওয়া হচ্ছে। হামলা করা হচ্ছে।’

তিনি এর জন্য নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, চিন্তার স্বাধীনতার বাহনই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। তাই গণমাধ্যমের স্বাধীনতা সর্বজনীন এক দাবি।

সুতরাং গণতন্ত্র, মানবতা, ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ করতে হবে।