সাতক্ষীরায় মৃত সাংবাদিক করোনায় আক্রান্ত ছিলেন না

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

সাতক্ষীরার তালা উপজেলায় মারা যাওয়া সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। গতকাল রোববার এ–সংক্রান্ত প্রতিবেদন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদারের হাতে পৌঁছায়।

গত বুধবার সন্ধ্যায় ওই সাংবাদিক মারা যান। ওই সাংবাদিকের মায়ের অভিযোগ, তাঁর ছেলের জন্ডিস হয়েছিল। অথচ করোনার রোগী বলে তাঁকে চিকিৎসা দেওয়া হয়নি। নমুনা পরীক্ষায় জানা গেল, তাঁর করোনা ছিল না।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার বলেন, গত মঙ্গলবার দুপুরের পর ওই ব্যক্তি তালা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে। তিনি জন্ডিস বা অন্য কোনো রোগে ভুগছিলেন, এমন তথ্য জানাননি। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওই সাংবাদিকের মায়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'আমরা চিকিৎসা দিয়েছি সাধ্যমতো।'

সাংবাদিকের মৃত্যুর পর পরিবারের সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। মায়ের অভিযোগ, তাঁরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ খোঁজ নেওয়া তো দূরের কথা, বাড়ির আশপাশেও আসেনি। বাবা বলেন, 'খুব কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছিলাম। আশা ছিল, চাকরিবাকরি করে সংসারের হাল ধরবে। আমাদের কষ্ট ঘুচবে। এখন ছেলে মারা গেল বিনা চিকিৎসায়। আর সমাজে আমরা একঘরে হয়ে গেলাম। যাঁরা বলেছিলেন আমার ছেলের করোনা হয়েছে, তাঁরা এখন কী বলবেন?’