দিনাজপুরে পানি নিয়ে বিবাদে প্রাণ গেল একজনের

দিনাজপুরের বিরল উপজেলায় বাড়ির পাশ দিয়ে নলকূপের পানি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা বালান্দোর জলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে বিরল থানা–পুলিশ।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, তোফাজ্জল হোসেন ও নুরুল ইসলাম প্রতিবেশী। তোফাজ্জলের বাড়ির পাশ দিয়ে নুরুলের বাড়ির নলকূপের ময়লা পানি যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন নুরুল। তাঁকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, এই মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে তোফাজ্জল হোসেনকে (৫২) আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি।