রংপুরে করোনায় আক্রান্ত ওসি, থানা ভবন লকডাউন

রংপুর মহানগর পুলিশের একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে ওই থানা ভবনকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সেই সঙ্গে থানার কার্যক্রম পাশের পৃথক একটি ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

সোমবার রংপুর জেলা সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা কার্যালয় আপাতত লকডাউন থাকবে। থানার সব কাজ পাশের দুটি ভবনে চলবে। সেই সঙ্গে থানার ৮ পুলিশ সদস্য হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ওসির সংস্পর্শে ব্যক্তি আসা সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য থানার সবাইকে নিরাপদ ও সতর্ক থাকতে বলা হয়েছে।