গাইবান্ধায় কালবৈশাখীতে কৃষকের মৃত্যু

গাইবান্ধায় মঙ্গলবার বিকেলে কালবৈশাখীতে বাড়িঘর ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছচাপায় এক কৃষকের মৃত্যু হয়। 

মারা যাওয়া ইউসুফ আলী (৩২) গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের বুলভড়া কাচারি বাজার গ্রামের হবিবর রহমানের ছেলে। একই ঘটনায় আহত মারজু মিয়া নামের একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গুমানিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগলুল রশীদ জানান, ইউসুফ আলী মাঠে কাজ শেষ করে বিকেলে ওই বাজারের নরসুন্দর মারজু মিয়ার সেলুনে চুল-দাড়ি কাটাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে হঠাৎ কালবৈশাখী শুরু হয়। ঝড়ে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে সেলুনের ওপর পড়ে। এতে চাপা পরে ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন নরসুন্দর মারজু মিয়া।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান জানান, কালবৈশাখীতে বোরো ধান, ভুট্টা, কলা ও বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।