সাংসদ হাবীবুর রহমান মোল্লা মারা গেছেন

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লা।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লা।

ঢাকা-৫ আসনের সাংসদ হাবীবুর রহমান মোল্লা আজ বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২।

হাবীবুর রহমান মোল্লার জামাতা জামাল উদ্দিন জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। জামাতা আরও বলেন, হাবীবুর রহমান মোল্লা শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

সাংসদ হাবীবুর ১৯৯১ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে তিনি হেরে যান। ১৯৯৬ সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন। ২০০১ সালে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান। এরপর ২০০৮ সাল থেকে টানা তিনটি সংসদ নির্বাচনে জয়ী হন তিনি।