মিরপুর থেকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যাওয়া ব্যক্তির মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।

গ্রামের কয়েকজনের ভাষ্য, ওই ব্যক্তি ঢাকার মিরপুর থেকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার সকালে গ্রামের বাড়িতে, পরে একই উপজেলায় শ্বশুরবাড়ি ও বোনের বাড়ি আসেন। বোনের বাড়িতেই আজ মারা যান।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নজরুল ইসলাম ও দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম মৃত ব্যক্তির বোনের বাড়িতে গিয়ে ওই পরিবারসহ আশপাশের চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন এবং মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।


বিকেল চারটায় ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা গ্রামেই লাশ দাফন করেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম বলেন, আগামীকাল বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তির বোনের পরিবার ও আশপাশের অন্যান্য পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।