করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

আসলাম রহমান
আসলাম রহমান

করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে বৃহস্পতবিার রাতে দৈনিক ভোরের কাগজ পত্রিকার একজন সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম আসলাম রহমান (৪২)। তিনি ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন।

ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরুজ্জামান খান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, আসলাম রহমান স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর শান্তিবাগে থাকতেন। এক সপ্তাহ আগে আসলামের জ্বর, সর্দি ও কাশি দেখা দেয়। গত সোমবার তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করান। গত বুধবার রাতে তার পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু বুধবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। বৃহস্পতিবার রাতে শান্তিবাগের বাসায় অচেতন হয়ে পড়লে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাত পৌনে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে সময়ের আলো পত্রিকার দুই সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।