টাঙ্গাইলে আরও এক চিকিৎসকের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলে আরও এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এই চিকিৎসকের সহকর্মী এক চিকিৎসক গত ৩০ এপ্রিল এবং ওই কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী ৪ মে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ রায় জানান, নতুন শনাক্ত হওয়া ওই চিকিৎসকের গলাব্যথা ছিল। তাঁর নমুনা গত মঙ্গলবার সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়। আজ সকালে নমুনার ফল পজিটিভ বলে জানা যায়। ওই চিকিৎসকের ফ্ল্যাটসহ আশপাশের ছয়টি ফ্ল্যাট লকডাউন করা হয়েছে।