ধরমপাশায় স্বাস্থ্যকর্মী সহ ২ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় নতুন করে একজন স্বাস্থ্যকর্মী (২৩) ও একজন নারী (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকারকে এই খবরটি জানানো হয়েছে। এর আগে উপজেলায় একজন শিশুসহ তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, গত সোমবার এ উপজেলায় ১৬জনের নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে সেখান থেকে টেলিফোনে জানানো হয়েছে, এই ১৬জনের মধ্যে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।তাঁদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী ও অপরজন সদর ইউনিয়নের বাসিন্দা।দুজনকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।আক্রান্ত ব্যক্তিদের পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে।