নেত্রকোনায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভ্রাম্যমাণ এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
তিনি সিলেটসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবীর সরকার জানান, গত বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তি বাড়ি থেকে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাড়িতে গিয়ে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। তিনি পৌর শহরের তাঁর ভাগনের বাসায় চলে যান। পরদিন গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান।
ওই চিকিৎসক আরও জানান, সতর্কতা অবলম্বন করে তাঁর দাহ সম্পন্ন করা হয়। এ ছাড়া যে বাসায় তিনি মারা যান, সেখানের চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।