ভারত ট্রেনে প্রয়োজনীয় পণ্য পাঠাচ্ছে বাংলাদেশে

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বেই সরবরাহব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যও কিছুটা ব্যাহত হয়েছে। বাংলাদেশে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান রেল যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় রেল কর্তৃপক্ষ শনিবার ভারতের গেদে থেকে বাংলাদেশের দর্শনার ইন্টারচেঞ্জ পয়েন্টে পেঁয়াজবোঝাই প্রথম মালবাহী ট্রেনটি বাংলাদেশ রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। শুল্ক ছাড় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেঁয়াজবোঝাই ৪২টি কাভার্ড ওয়াগন সমন্বিত ট্রেনটি আনলোডের জন্য বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট টার্মিনালে নিয়ে যাওয়া হবে।
ভারত থেকে বাংলাদেশে পণ্য পরিবহনের জন্য পাইপলাইনে প্রয়োজনীয় পণ্যবাহী আরও কয়েকটি ট্রেন রয়েছে। ওই ট্রেনগুলো গেদে (ভারত)-দর্শনা (বাংলাদেশ), পেট্রাপোল (ভারত)-বেনাপোল (বাংলাদেশ), সিংহাবাদ (ভারত)-রোহানপুর (বাংলাদেশ) এবং রাধিকাপুর (ভারত)-বিরল (বাংলাদেশ) এই চার কার্যকর রেলপথ ব্যবহার করে বাংলাদেশ পাঠানো হবে।