ছুটির মধ্যে যা খোলা ও বন্ধ

ফাইল ছবি
ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবিলায় দেশে সাধারণ ছুটির মধ্যেও বেশ কিছু প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং হয়েছে। আবার অনেক কিছু বন্ধ আছে। কী খোলা ও বন্ধ তা নিচে দেওয়া হলো।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত। এই ছুটি চলছে গত ২৬ মার্চ থেকে।

খুলছে দোকান-শপিংমল

আজ রোববার থেকে শর্ত সাপেক্ষে ১০টা-৪টা পর্যন্ত খুলছে দোকানপাট, শপিংমল, হাটবাজার ও ব্যবসাকেন্দ্র।

ব্যাংক চালু

ব্যবসা-বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল-কলেজে ছুটি ৩০ মে পর্যন্ত। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি সেপ্টেম্বর পর্যন্ত গড়াবে।

মসজিদে নামাজ

৭ মে থেকে শর্তসাপেক্ষে মসজিদে সাধারণ মুসল্লিদের জামাতে নামাজের সুযোগ দেওয়া হয়েছে।

তৈরি পোশাক কারখানা

রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ২৬ এপ্রিল খুলেছে।

রাতে বাইরে মানা

অতি জরুরি প্রয়োজন ছাড়া রাত আটটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।

প্রয়োজনে অফিস

ছুটি থাকলেও প্রয়োজন অনুসারে সব মন্ত্রণালয় বা বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসগুলো খোলা রাখবে।

গণপরিহন বন্ধ

গণপরিবহন ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

ছুটিতে বাড়ি নয়

ঈদের ছুটিতে সরকারি চাকরিজীবীরা কর্মস্থলে থাকবেন। সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলায় চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

জরুরি সেবা চালু

বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে।

গণমাধ্যম খোলা

চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী এবং গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক) এবং কেব্‌ল টিভি নেটওয়ার্কের কর্মীরা ছুটির বাইরে।