পটিয়ায় জরুরি বিভাগের স্বাস্থ্য কর্মীর করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।আক্রান্ত এক রোগীর কাছ থেকে তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব দে। তিনি বলেন, গত শুক্রবার থেকে আক্রান্ত কর্মী ১৪ দিনের জন্য হোম আইসোলেশনের রয়েছেন।এখন পর্যন্ত তাঁর কোনো উপসর্গ দেখা যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সার্বক্ষণিক তাঁর খোঁজ খবর নিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনাভাইরাস শনাক্ত ওই স্বাস্থ্য কর্মী তাঁর বাড়ির পাশে এক রোগীকে ইনজেকশন পুশ করেন। পরে ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হলে তিনিও নমুনা পরীক্ষা করতে দেন। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে।

স্বাস্থ্য কর্মী আক্রান্ত হওয়ায় গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) সহ ছয়জন কর্মী ও তাঁদের পরিবারে আটজন সদস্যসহ ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।