ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান (৫২)। ছবি: প্রথম আলো
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান (৫২)। ছবি: প্রথম আলো

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান (৫২) নিহত হয়েছেন। এ সময় তাঁর মোটরসাইকেলের অপর আরোহী আবদুল কুদ্দুস গুরুতর আহত হন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত লুৎফর রহমান মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে। আহত আবদুল কুদ্দুসকে মহেশপুর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে নেওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে নিজ গ্রাম থেকে ইউপি সদস্য লুৎফর রহমান ও সঙ্গী আবদুল কুদ্দুস মোটরসাইকেলে করে মহেশপুর শহরে যাচ্ছিলেন।পথে ভালাইপুর সাহেবাদড়ি মোড় নামক স্থানে খালিশপুর-মহেশপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ হোসেন খাঁন জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।