সিলেট বিভাগে আরও ১৩ জন করোনা আক্রান্ত

সিলেট বিভাগে একদিনে নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ২৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

আনিসুর রহমান প্রথম আলোকে জানান, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবেরেটরিতে গতকাল শনিবার ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজারের তিনজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন।

আনিসুর রহমান আরও জানান, গতকাল ঢাকায় ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁদের মধ্যে সিলেটের চারজন, হবিগঞ্জের দুজন, মৌলভীবাজারে দুজন এবং সুনামগঞ্জের একজন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৮০ জনের মধ্যে হবিগঞ্জের ৯৩ জন, সিলেটের ৮৭ জন, সুনামগঞ্জের ৬০ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে চারজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।