জয়পুরহাটে নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটে গতকাল রোববার নতুন করে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৪৮ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত হওয়া পাঁচজনের করোনাভাইরাস পরীক্ষার ফল গতকাল রাতে সিভিল সার্জনের কার্যালয়ে এসেছে।

নতুন শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে কালাই উপজেলার চারজন এবং আক্কেলপুর উপজেলার একজন। আজ সোমবার সকালে তাঁদের গোপীনাথপুর জেলা স্বাস্থ্য বিভাগের প্রাতিষ্ঠানিক আইসোলেশন কেন্দ্র গোপীনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে আনার কথা জানানো হয়েছে।
জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা গতকাল রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ২৪৯ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজনের ফল পজিটিভ ফল এসেছে। করোনাভাইরাস শনাক্ত হওয়া এক ব্যক্তির ফলোআপ ফলও পজিটিভ এসেছে। ওই ব্যক্তি আক্কেলপুর উপজেলার। এ পর্যন্ত মোট ৪৮ জন আক্রান্তের মধ্যে চারজন সুস্থ হয়েছেন। গতকাল তাঁদের আইসোলেশন কেন্দ্র থেকে ছাড়পত্র দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।তাঁদের মধ্যে দুজন জয়পুরহাটের প্রথম আক্রান্ত ছিলেন।তাঁদের দুজনের একজন ২৩ দিন ও অপরজন ২০ দিন আইসোলেশনে ছিলেন।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, আজ সোমবার সকাল থেকে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হবে।