করোনাকে ভয় নয়, বললেন করোনাজয়ী

নাঈমা সিফাত।
নাঈমা সিফাত।

‘করোনাভাইরাসে আক্রান্ত হলে দয়া করে কেউ ভয় পাবেন না। সাহসিকতা দিয়ে একে জয় করতে হবে।’

মুঠোফোনে এ কথা জানালেন করোনাজয়ী চিকিৎসক নাঈমা সিফাত। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে চট্টগ্রাম নগরের কার্পাসগোলার বাড়িতে ফিরেছেন নাঈমা সিফাত। তিনি ছিলেন কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হওয়া প্রথম চিকিৎসক। তৃতীয়বার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে তাঁকে ছাড়পত্র দেয়।

নাঈমা সিফাত বলছিলেন, করোনার সময়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম ১৪ মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে। ওকে বুকের দুধ দিতে পারব তো? না পারলে কী হবে ছোট বাচ্চাটার?

অন্য সময় দিনে ছয়বার সন্তানকে বুকের দুধ পান করাতেন। করোনার সময় বিশেষ কায়দায় তিনবার সম্ভব হয়েছে বলে জানালেন তিনি।

করোনাকালে নিজের স্বামীকেই বেশি কৃতিত্ব দিলেন এই চিকিৎসক। তাঁর ভাষায়, স্বামী বটগাছের ছায়ার মতো পাশে ছিলেন।

নাঈমা সিফাত বলেন, তাঁর তেমন উপসর্গ ছিল না। তবে হঠাৎ করে শুকনো কাশি হয়। এ জন্য কুসুম গরম পানি, লেবু চা খেয়েছেন। লং, আদা, কালিজিরা মিশ্রিত গরম পানির ভাপ নিয়েছেন।