হাসপাতাল ছাড়ার সময় উপহার নগদ টাকা ও ফলের ঝুড়ি

করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে ও ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। হবিগঞ্জ সদর হাসপাতাল, ১১ মে। ছবি: প্রথম আলো
করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে ও ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। হবিগঞ্জ সদর হাসপাতাল, ১১ মে। ছবি: প্রথম আলো

সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে করোনামুক্ত ১০ জনকে আজ সোমবার দুপুর ১২টায় ছাড়পত্র দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়।


জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে করোনামুক্তদের হাতে উপহারসামগ্রী তুলে দেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাসুদ রানা।


জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার প্রথম আলোকে জানান, স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবার প্রচেষ্টায় ১০ জন করোনামুক্ত হলেন। জেলায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।