মুক্তির দেড় মাস পর খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামিনে মুক্তির প্রায় দেড় মাস পর দলের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার রাতে নিজ বাসায় প্রায় ঘণ্টাখানেক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। তিনি সুরক্ষা সামগ্রী পরে দলের নেত্রীর সঙ্গে কথা বলেন। এই কর্মকর্তা জানান, গণমাধ্যম থেকে করোনাভাইরাসের সংক্রমণের খবর খালেদা জিয়া জানছেন। সার্বিক বিষয়ে অবগত হতেই তিনি দলের মহাসচিবের সঙ্গে কথা বলেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ৬ মাসের জামিন পান। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসা ফিরোজায় ওঠেন। মুক্তির দিনই মির্জা ফখরুল ও দলের শীর্ষ নেতারা খালেদার দেখা পান। এরপর নিজের চিকিৎসক ও পরিবারের সদস্য ছাড়া কারও সঙ্গে খালেদা জিয়া দেখা করেননি।