নোয়াখালীতে এক পরিবারের পাঁচজনসহ আক্রান্ত আরও ১১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীতে আরও ১১ জনের কোভিড–১৯ রোগ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনই বেগমগঞ্জ উপজেলার। এর মধ্যে এক পরিবারের পাঁচজন আছেন। জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার পর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান বলেন, আজ মেডিকেল কলেজের ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষা করে ১১ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। তাঁদের মধ্যে দশজন বেগমগঞ্জ উপজেলার আর একজন সেনবাগ উপজেলার।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, বেগমগঞ্জে শনাক্ত হওয়া নতুন ১০ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। এ নিয়ে ওই পরিবারের ছয়জনের করোনা শনাক্ত হলো। উপজেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। তাঁদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় ১০ জন, সোনাইমুড়ীতে ১০ জন, সেনবাগে দুজন, কবিরহাটে দুজন, কোম্পানীগঞ্জে একজন, হাতিয়ায় পাঁচজন ও চাটখিল উপজেলায় পাঁচজন করে রোগী আছেন। তিনজনের করোনা শনাক্ত হয়েছে মারা যাওয়ার পর। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন নয়জন।