নিহত নিরাপত্তাকর্মীর ঠিকানায় কেউ নেই, স্বজনদের খুঁজছে পুলিশ

পার্থ বিশ্বাস
পার্থ বিশ্বাস

সিলেটে একটি সুপারশপের দুই তলার ছাদ থেকে পড়ে পার্থ বিশ্বাস (২৯) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি কেয়ারফুল সিকিউরিটি সার্ভিস নামের নিরাপত্তা প্রতিষ্ঠানে চার মাস ধরে কাজ করছিলেন। প্রতিষ্ঠানটির নথিতে তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারায় উল্লেখ করা হলেও সেখানে কোনো স্বজনকে খুঁজে পায়নি পুলিশ।

গত রোববার রাত আড়াইটার দিকে সিলেট নগরের মেডিকেল রোড এলাকার ‘পানসী বাজার’ নামের সুপারশপের ছাদ থেকে পড়ে মারা যান পার্থ বিশ্বাস। তাঁর মরদেহ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পার্থ বিশ্বাস নামের ওই নিরাপত্তাকর্মীর সুনামগঞ্জের ছাতকের ঠিকানায় খোঁজ নিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিরাপত্তা সেবা দেওয়া প্রতিষ্ঠান কেয়ারফুল সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে গত সোমবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কেয়ারফুল সিকিউরিটি সার্ভিসের সিলেটের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, ‘প্রায় চার মাস আগে প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন পার্থ বিশ্বাস। সে সময় তাঁর জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে সুনামগঞ্জের ছাতকের ঠিকানা দিয়েছিলেন। তবে এখন পুলিশ বলছে ওই ঠিকানা অনুযায়ী সেখানে কেউই থাকেন না। আমরা তাঁর স্বজনদের খোঁজ নিচ্ছি।’

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নিশু লাল দে প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাকর্মীর কোনো স্বজনকে পাওয়া যায়নি। লাশ এখনো মর্গে রয়েছে। ছাতকের ঠিকানায় খোঁজ নিয়ে জানা গেছে, পার্থ বিশ্বাসের পরিবার চট্টগ্রামে চলে গেছে। তবে চট্টগ্রামে কোথায় কেউ বলতে পারছেন না। আমরা তাঁর স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি।’