মানিকগঞ্জে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩১।
আজ বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলা সদরে একজন, সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একজন, ঘিওরে দুজন এবং সাটুরিয়া উপজেলায় দুজন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ৫৫ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ দুপুরে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। তাঁদের মধ্যে ওই ছয়জনের করোনা পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত চিকিৎসক ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া আক্রান্ত অন্য পাঁচজন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্ত ব্যক্তির প্রত্যেকের বাড়ি লকডাউন করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৭৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। করোনায় আক্রান্ত ৩১ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাঁরা সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।