কুড়িগ্রামে স্বামী-স্ত্রীর করোনা শনাক্ত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বামী-স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই দম্পতি নাগেশ্বরী পৌরসভার হাজীপাড়ায় বসবাস করেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪০।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ব্যক্তি নাগেশ্বরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন। গত ১১ মে হাজীপাড়ার বাড়ি থেকে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ ওই দম্পতির বাড়ি এবং ওই ব্যক্তির কর্মরত ডায়াগনস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করে।

কুড়িগ্রাম সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, জেলায় ১ হাজার ৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৬৩ জনের ফল নেগেটিভ এসেছে। আর ৪০ জন কোভিড-১৯–এ আক্রান্ত। ছয়জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।