ঢাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে বাড়ি ফিরে লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার পর টাঙ্গাইলের বাসাইলে বাড়ি ফিরে এক ক্লিনিকের কর্মী লকডাউন হয়েছেন। ২৫ বছর বয়সী ওই যুবক ঢাকার মগবাজারে একটি ক্লিনিকে কাজ করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই যুবক গতকাল বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গগামী একটি ট্রাকে অন্য যাত্রীদের সঙ্গে টাঙ্গাইলের নাটিয়াপাড়া পর্যন্ত আসেন। পরে অটোরিকশায় বাসাইলের হাবলা ইউনিয়নে নিজ বাড়িতে যান। খবর পেয়ে হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বৃহস্পতিবার রাতে ওই যুবককে বাড়ি থেকে বের হতে নিষেধ করে আসেন।

আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার স্বপ্না আক্রান্ত ওই যুবক এবং তাঁকে বহনকারী অটোরিকশাচালকের বাড়ি লকডাউন করেছেন।