চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়াল

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও আটজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ জনে।

জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ইমেইলে এসব তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুজন সিনিয়র স্টাফ নার্স, একই হাসপাতালের কোভিড–১৯ রোগী মেডিকেল টেকনোলজিস্টের ছেলে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের একজন কর্মচারী এবং কোভিড–১৯–এ মারা যাওয়া সদর উপজেলার বলদিয়ার জাহিদুল ইসলামের চার স্বজন।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার এভাবে কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন থেকে বাড়িতে গিয়ে মারা যাওয়া জাহিদুলসহ তাঁর পরিবারের সাতজন করোনা পজেটিভ। স্বাস্থ্য বিভাগের লোকজন যথাযথ দায়িত্ব পালন করলে এমনটি হতো না।