ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক নার্স করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক জ্যেষ্ঠ স্টাফ নার্সের (৩৫) শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ (২৫) দুজন করোনাভাইরাসে আক্রান্ত হন।

এদিকে আইসোলেশনে থাকা ১৩ বছরের কিশোর কোভিড–১৯ রোগীর দ্বিতীয়বারের পরীক্ষায় করোনার ফলাফল নেগেটিভ এসেছে।

ধরমপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে বলেন, ওই কিশোরসহ ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে ইমেইলের মাধ্যমে জানানো হয় যে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যিনি আক্রান্ত হয়েছেন তিনি হাসপাতালের জ্যেষ্ঠ নার্স পদে কর্মরত আছেন। করোনাভাইরাসে আক্রান্ত ছয়জনই হোম আইসোলেশনে আছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জনকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত আছে।