সিলেটে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত পরীক্ষাগারে গতকাল শুক্রবার ৮৫ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় মোট ৩৫৮ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হলো।

গতকাল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। তিনি জানান, শুক্রবার ওসমানী হাসপাতালের পরীক্ষাগারে মোট ৮৫ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে সিলেট জেলার ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালের ৫ জন নার্স ও একজন রোগী রয়েছেন। বাকিদের মধ্যে একজন সিলেট নগর এবং ৫ জন দক্ষিণ সুরমা ও একজন ওসমানীনগর উপজেলার বাসিন্দা।

সিলেট বিভাগে এখন পর্যন্ত সবমিলিয়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৫৮ জনের শরীরে। এর মধ্যে হবিগঞ্জের ১১৮ জন, সিলেটের ১১৬ জন, সুনামগঞ্জের ৬৭ ও মৌলভীবাজারের ৫৭ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয়জন মারা গেছেন।