আনোয়ারায় দুজনের করোনা শনাক্ত, একজনকে পাওয়া যাচ্ছে না

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চট্টগ্রামের আনোয়ারায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্তের ঠিক এক মাসের মাথায় আরও দুজন রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জনের বরাত দিয়ে গতকাল শুক্রবার রাতে স্থানীয় প্রশাসন এ তথ্য জানায়। এই দুজনের মধ্যে একজন ফোন না ধরায় তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশের লোকজন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আনোয়ারায় আক্রান্তদের একজন উপজেলা হিসাব রক্ষণ অফিসে কর্মরত এক কর্মকর্তা (৩৩)। তাঁকে নিজের বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কিন্তু শনাক্ত হওয়া আরেকজন ফোন না ধরায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ঠিকানা এক জায়গায় বটতলী বলা আছে, আরেক জায়গায় লেখা আছে বরুমচড়া। তাঁর বয়স ৫০ বছর।

এর আগে গত ১৫ এপ্রিল উপজেলার ওষখাইন গ্রামে প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছিল। তিনি সেরে উঠেছেন। তবে চাতরী ইউনিয়নের আরেক আক্রান্ত ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, 'মোবাইলে সংযোগ না পাওয়ায় আমরা একজনকে খুঁজে পাচ্ছি না। আরেকজনকে ঘরে আইসোলেশনে রাখা হয়েছে।'