ডিপ্লোমেটিক পুলিশের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সভা

কোভিড-১৯ প্রতিরোধে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন পুলিশের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
কোভিড-১৯ প্রতিরোধে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন পুলিশের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

কোভিড-১৯ প্রতিরোধে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন পুলিশের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও রাষ্ট্রদূত অফিসের সহকর্মীদের অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর গুলশানে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। সভার সভাপতি ও প্রধান বক্তা ছিলেন ডিপ্লোমেটিক পুলিশের প্রধান উপপুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম।

আর্ল আর মিলার পুলিশ সদস্যদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। আশরাফুল ইসলাম পুলিশ সদস্যদের মানসিক শক্তি দৃঢ় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় পুলিশ সদস্যদের মানসিক শক্তি দৃঢ় রেখে সুস্থ থাকা, কী কী নিয়ম মেনে চললে সুস্থ ও সুন্দর থাকা যায়, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

কোভিড-১৯ প্রতিরোধে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন পুলিশের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও রাষ্ট্রদূত অফিসের সহকর্মীদের আলোচনা সভায় আর্ল আর মিলার পুলিশ সদস্যদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। ছবি: বিজ্ঞপ্তি
কোভিড-১৯ প্রতিরোধে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন পুলিশের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও রাষ্ট্রদূত অফিসের সহকর্মীদের আলোচনা সভায় আর্ল আর মিলার পুলিশ সদস্যদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। ছবি: বিজ্ঞপ্তি

সভায় ডিপ্লোমেটিক পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুহিত কবির সেরনিয়াবাত, সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা, মার্কিন কূটনীতিক অফিসের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা জেসন পিফসট্নার, জ্যেষ্ঠ আইন পরামর্শক স্টেভিন লেথিক এবং সিডিসি প্রধান মিচেল ফ্রাইডম্যান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি