লক্ষ্মীপুরে চিকিৎসকসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুর জেলায় চিকিৎসক ও জনপ্রতিনধিসহ নতুন করে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক, দুজন নার্স ও একজন জনপ্রতিনিধি রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯–তে। রোববার রাত ১১টার দিকে এই ৯ জনের করোনা পজিটিভ আসার বিষয়টি জানায় লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন মো. আবদুল গাফফার বলেন, নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের জন্য জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার ৮১ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। রায়পুরে আট ও লক্ষ্মীপুর সদরে একজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, দুজন নার্স ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম মারুফ বিন জাকারিয়া রয়েছেন।