সিলেটে করোনায় বিএনপি নেতার মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দবির মিয়া (৬৫) নামে বিএনপির এক নেতা মারা গেছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান। এর আগে তিনি রাত নয়টার দিকে হাসপাতালে ভর্তি হন।

দবির মিয়া দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, ওই ব‌্যক্তিকে সিলেট সিটি করপোরেশনের মানিক পীর গোরস্থানে সংক্রমণবিধি অনুসরণ করে দাফন করা হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দবির মিয়া দুই দিন আগে শ্বাসকষ্ট নিয়ে একটি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রাতে তাঁর নমুনা পরীক্ষার ফল আসে। জানা যায়, তিনি করোনা পজেটিভ। এর কিছুক্ষণ পর তাঁকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত‌্যু হয়।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু চৌধুরী বলেন, পুলিশের সহযোগিতায় ওই ব‌্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা ব‌্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।