ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে যানজট

যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আজ সোমবার বেলা সোয়া দুইটায় মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায়। ছবি: আবদুর রহমান ঢালী
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আজ সোমবার বেলা সোয়া দুইটায় মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায়। ছবি: আবদুর রহমান ঢালী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলেমিটার এলাকা যানজটে স্থবির হয়ে আছে। মেঘনা–গোমতী সেতুর দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় অপ্রয়োজনীয় গাড়ি আটকে দেওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গতকাল রোববার রাত ১২টা থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে পণ্যবাহী চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহাসড়কে গাড়ি রেখে অনেক চালক ঘুমিয়ে পড়েছেন। বিপাকে পড়েছেন রোগীবাহী গাড়ি, সবজিবাহী গাড়ির চালকসহ জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা।

আজ সোমবার দুপুরে মহাসড়কের দাউদকান্দির হাসানপুর, বিশ্বরোড, গাজীপুর, শহীদনগর, বারপাড়া, গৌরীপুর, হরিপুর এলাকায় সরেজমিনে গিয়ে যানজটের দৃশ্য দেখা যায়।

কক্সবাজার থেকে ঢাকাগামী পোলার আইসক্রিমের গাড়িচালক মিলটন মোল্লা বলেন, রাত একটায় দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এসে যানজটে আটকা পড়েন। দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে ৯ ঘণ্টা সময় লেগেছে। শৌচাগারে যাওয়ার সুযোগ নেই। পেট ফুলে যাচ্ছে। আবার মহাসড়কের পাশের খাবারের দোকান বন্ধ থাকায় সাহ্‌রিও খেতে পারেননি। চালকের সহকারীরও একই সমস্যা।

চাঁদপুরেরর মতলব দক্ষিণ উপজেলার কেতুন্দী গ্রামের বাসিন্দা মুক্তা আক্তার বলেন, তাঁর স্বামী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েক দিন পর পর ঢাকায় রক্ত দিতে যেতে হয়। আজ সকালে রক্ত দিতে ঢাকায় রওনা দিয়ে দীর্ঘসময় যানজটে আটকা থাকায় রোগী কেবল ছটফট করছেন।

ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক খোকন মিয়া, ফরহাদ মিয়া, বাদশা মিয়া, আজিজ মিয়া ও ওবায়দুল ইসলাম বলেন, রমজান মাসে হঠাৎ এ রকম যানজট সৃষ্টি হওয়ায় চালকদের বড় ধরনের ক্ষতি হয়েছে। সাহ্‌রি খাওয়া সম্ভব হয়নি। দুশ্চিন্তায় ঘুমাতে পারছেন না, আবার ক্ষুধায় যন্ত্রণাও হচ্ছে। শৌচাগারের সমস্যা প্রকট।

ঢাকার গাবতলীর বাসিন্দা মো. জাফর মিয়া বলেন, ‘দাউদকান্দিতে জরুরি কাজে আসার পর স্ত্রী ও আড়াই বছরের মেয়েকে নিয়ে মহা সমস্যায় পড়েছি। যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই ঢাকায় যাওয়া লাগছে।’

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী অপ্রয়োজনীয় গাড়ি আটকে দেওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।