বাঁশখালীতে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসা এক ব্যক্তির মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তি (৪২) মারা গেছেন। আজ সোমবার ভোর ৫টায় তিনি জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন। হাসপাতালে আনার ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। করোনাভাইরাস পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। চার দিন আগে জ্বর নিয়ে তিনি বাড়িতে এসেছিলেন। গত রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান। তাঁকে সেবা দেওয়া এক চিকিৎসক এবং দুই স্বাস্থ্যকর্মীকে আপাতত বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। প্রশাসনের তদারকিতে তাঁর লাশ দাফন করা হয়েছে।