বাজেট অধিবেশন বসছে ১০ জুন

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন বসছে আগামী ১০ জুন। ওই দিন বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাতীয় সংসদের সভাকক্ষে অধিবেশন আহ্বান করেছেন।


আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ১৮ এপ্রিল বসেছিল সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার সংসদ অধিবেশন। মাত্র দেড় ঘণ্টার মাথায় ওই অধিবেশন শেষ হয়েছিল।

তবে সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে। ১১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করা হতে পারে। সাধারণত ১ জুলাই অর্থবছর শুরুর আগের দিন ৩০ জুন জাতীয় সংসদে বাজেট পাস করা হয়।