সিলেট বিভাগে আরও ১২ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর গতকাল সোমবার রাত ১০টার দিকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৩ জনে।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার পরীক্ষাগারে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১১ জন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জ জেলার।

সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্ত ৪৩৩ জনের মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, হবিগঞ্জে ১৩২ জন, সুনামগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজারে ৬১ জন আছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২ জন। আর মারা গেছেন সাতজন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন