ঈশ্বরগঞ্জে খাদ্য সহায়তায় চালের সঙ্গে মাছ

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা হিসাবে চালের সঙ্গে দিচ্ছে রুই মাছ। ছবি: সংগৃহীত
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা হিসাবে চালের সঙ্গে দিচ্ছে রুই মাছ। ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় মানুষকে খাদ্যসহায়তা হিসেবে চালের সঙ্গে ডাল বিতরণ করা হচ্ছে। তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন চালের সঙ্গে মাছ বিতরণ করেছে।

গতকাল সোমবার উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কর্মহীন হয়ে পড়া পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ১২০ জনের মধ্যে প্রায় এক কেজি ওজনের একটি করে রুই মাছ তুলে দেওয়া হয়। মাছ বিতরণের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম বলেন, কর্মহীন মানুষের আমিষের ঘাটতি পূরণের জন্য ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা হিসাবে মাছ দেওয়া হয়েছে। খাদ্য হিসেবে এসব মাছ নির্দিষ্ট বয়সের শিশুরাও গ্রহণ করতে পারবে।

খাদ্য বিতরণের সময় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।