গোপালগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গোপালগঞ্জে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়িয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় ২০ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৫। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ১১ জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মোট আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও বাকি ৬০ জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। অপর একজন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগবাড়িয়া গ্রামের ১৫০টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।