মুরাদনগরে আরও এক ব্যক্তি করোনায় মারা গেছেন

কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামে জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত রোববার (১৭ মে) সকালে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। ওই ব্যক্তির মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তাঁর নমুনা পরীক্ষার ফল আসে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ পর্যন্ত মুরাদনগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এর আগে ১১ মে উপজেলার নগরকান্দি গ্রামের ৩২ বছরের এক যুবক করোনায় মারা গেছেন। এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনাভাইরাসে প্রথম শনাক্ত রোগী গত শনিবার (১৬ মে) দুপুরে নিজ বাড়িতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু মূত্রনালিতে সমস্যা থাকায় তিনি মারা যান।

চিকিৎসক মোহাম্মদ নাজমুল আলম বলেন, মুরাদনগরে করোনায় আক্রান্ত প্রথম রোগী সুস্থ হয়ে অন্য রোগে মারা গেছেন। তাই তাঁকে মৃতদের তালিকায় আনা হয়নি।