চট্টগ্রামে ২ করোনা রোগী ও ১ সন্দেহভাজনের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তিন রোগী মারা গেছেন। আজ মঙ্গলবার দিনের বিভিন্ন সময় তারা মারা যান। তাদের মধ্যে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। অপরজনের করোনা সন্দেহভাজন হিসেবে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়।

সকাল সাতটার নগরের বন্দর এলাকার এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৫৭ বছর বয়সী এই রোগীর করোনার উপসর্গ ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিস ছিল বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ। তাঁর নমুনা পরীক্ষার ফল এখনো আসেনি।

অপরদিকে সকাল সাড়ে নয়টার দিকে নগরের বেটারি গলি এলাকার ৫৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। সোমবার ওই রোগী ভর্তি হন। শুরুতেই তাকে হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়। সেখানেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এছাড়া নগরের উত্তর নালাপাড়া এলাকার করোনা ভাইরাস আক্রান্ত ৮৭ বছর বয়সী বৃদ্ধ সকাল ১০টার দিকে আইসিইউ ওয়ার্ডে মারা যান।

এদিকে, রোগী বেড়ে যাওয়ায় জেনারেল হাসপাতালে আইসোলেশান শয্যা ১১০ থেকে বাড়িয়ে ১৫০ শয্যা করার সিদ্ধান্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।