গ্রামবাসীকে সচেতন করতে যাওয়ার সময় সিপিপির দলনেতা নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭ নম্বর ইউনিটের দলনেতা মো. শাহ আলম মীর (৫০) খেয়া ডুবে নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় আম্পানের জন্য গ্রামবাসীকে সচেতন করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলম মীরের বাড়ি ধানখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছৈলাবুনিয়া গ্রামে। তিনি সিপিপির সঙ্গে ৩০ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

শাহ আলম মীরকে উদ্ধার করতে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সিপিপি কলাপাড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহ আলম মীরের উদ্ধার কাজ তদারক করছেন।

সিপিপি ধানখালী ইউনিয়নের দলনেতা গাজী আসাফউদ্দৌলাহ সোহেল জানান, শাহ আলম মীরসহ ৩-৪ জন সকাল ১০ টার দিকে ধানখালী ইউনিয়নের মধ্যবর্তী হাফেজ প্যাদার খালের খেয়া পার হয়ে অপর পাড়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ প্রবল ঝোড়ো বাতাসে খেয়াটি উল্টে ডুবে যায়। খেয়ায় থাকা অন্যরা সাঁতরে কূলে উঠতে পারলেও শাহ আলম মীর হাফেজ প্যাদার খালের গভীর কচুরিপানার মধ্যে ডুবে যান।

সিপিপি কলাপাড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান বলেন, শাহ আলম মীর ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করতে প্রচারকাজে বের হয়েছিলেন। এ সময় তাঁর পরনে সিপিপির ইউনিফর্ম ছিল, পায়ে গামবুট এবং হাতে সুপার মেগাফোন ছিল। খেয়া পার হয়ে খালের ওপর পাড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, যে খালে এ দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্রচুর কচুরিপানা রয়েছে। কোন জায়গা থেকে খেয়া ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধারকাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।