ভৈরবে মৃত ব্যবসায়ীর করোনা পজিটিভ

কিশোরগঞ্জের ভৈরবে মৃত মৎস্য ব্যবসায়ীর শরীরে করোনার সংক্রমণ ছিল। উপজেলা স্বাস্থ্য বিভাগ আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেন। এতে করে উপজেলায় করোনায় সংক্রমিত ৭১ জনের মধ্যে একজনের মৃত্যু হলো।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে এক সবজি ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়ায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ভৈরব নৈশ মৎস্য আড়তের ওই ব্যবসায়ী গত শুক্রবার রাতে মারা যান। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাঁকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে তিনি এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে গতকাল মারা যাওয়া পৌর শহরের সবজির ব্যবসায়ী এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাত নয়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, গতকাল মারা যাওয়া ব্যবসায়ীকে রাত ১২টার দিকে স্বাস্থ্যবিধি মেনে কবর দেওয়া হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।