বরগুনায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

ঘূর্ণিঝড় আম্পান থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্র যাওয়ার পথে কাজী শহীদ (৬২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার পরীরখাল বাজার এলাকায় পরীর খাল মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শহীদ মারা যান। এ বিষয়ে এম বালিয়াতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আজ বুধবার সকালে বলেন, কাজী শহীদ আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি আম্পানের কারণে নিরাপদ আশ্রয় যাচ্ছিলেন। পথে অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাত ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, 'মৃত ব্যক্তির পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হবে। তাঁর পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ২৫ হাজার টাকা এবং খাদ্য সহায়তা দেওয়া হবে।'