চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত্যু

কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ৮২ বছরের এক বৃদ্ধা। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় নমুনাও নেওয়া হয়। আজ বুধবার ভোর চারটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত বলেন, গত সোমবার বিকেলে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় গতকাল মঙ্গলবার দুপুরে নমুনা নিয়ে ওই বৃদ্ধাকে চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।

মারা যাওয়া নারীর ছেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর মায়ের জন্ডিস হয়েছে বলে তিনি মনে করছেন। অবস্থা ভালো মনে হওয়ায় মাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। পরে আজ ভোরে তিনি মারা যান।