মৃত্যুর ২২ দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত ছিলেন

কোভিড-১৯ রোগী সন্দেহে সিলেট নগরের হালদারপাড়া এলাকার এক যুবককে (৩৬) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত ২৮ এপ্রিল। ওই দিনই বেলা সাড়ে পাঁচটায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়। ২২ দিন পর আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ নিয়ে সিলেট বিভাগে আটজন কোভিড–১৯ রোগীর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ওই যুবকের নমুনা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়েছিল। বেশ কিছুদিন আগে তাঁর নমুনার ফলাফল শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়কে ওই যুবকের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সিলেট বিভাগে এখন পর্যন্ত সব মিলিয়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৫৯ জনের শরীরে। এর মধ্যে সিলেটের ১৮৫ জন, হবিগঞ্জের ১৩১ জন, সুনামগঞ্জের ৮২ ও মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে আটজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।