নবজাতক মারা যাওয়ার দুদিন পর জানা গেল প্রসূতির করোনা

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক স্বাস্থ্যকর্মীর শরীরে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর দুদিন আগে ওই স্বাস্থ্যকর্মী সন্তান প্রসব করেন। ওই দিনই করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বর্তমানে ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে স্বাস্থ্যকর্মীর পরিবারের অন্যরা করোনা আক্রান্ত কি না, তা জানতে আজ বুধবার সবার নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত ওই নারী উপজেলা পরিবার পরিকল্পনা ভিজিটর হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাসা নবীগঞ্জ পৌর শহরে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল প্রথম আলোকে জানান, ১৬ মে ওই স্বাস্থ্যকর্মী সিলেটের একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন। এর ঘণ্টাখানেক পরই শিশুটি মারা যায়। পরে ওই দিনই করোনা সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়।

ইউএনও বিশ্বজিত কুমার পাল আরও জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ওই নারীর নমুনা পরীক্ষার ফলাফল আসে। সেখানে তাঁর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়। এরপরই ওই স্বাস্থ্যকর্মীকে নিজ বাসাতেই আইসোলেশনে রাখা হয়। তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।