সাভারে আরও ছয় ও ধামরাইয়ে নয়জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৫। এদিকে পাশের ধামরাই উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন নয়জন। ধামরাইয়ে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য মঙ্গলবার ৮৯ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। আজ বুধবার এসব নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে করোনা ‘পজিটিভ’ পাওয়া গেছে।

অন্যদিকে ধামরাই থেকেও গত মঙ্গলবার একই ল্যাবে ৫৪ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে নয়জনের শরীরে করোনা ‘পজিটিভ’পাওয়া গেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ সাভারে আক্রান্তের সংখ্যা অনেক কম। বিপণিবিতান ও শপিংমল বন্ধ করে দেওয়ায় আক্রান্তের সংখ্যা কমে থাকতে পারে বলে মনে করেন তিনি।