নোয়াখালীতে তিন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৩ পুলিশ সদস্যসহ আরও ৪১ জনের শরীরে করোনা (কোভিড–১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জনই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৭ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১২৩ জনই বেগমগঞ্জের।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন। এটি জেলায় এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত রোববার সর্বোচ্চ আক্রান্ত ব্যক্তির শনাক্ত হয়েছিল ৪৩ জন।

মো. মোমিনুর রহমান বলেন, নতুন ৪১ জনসহ জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ২২৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন, আর মারা গেছেন ৪ জন। তিনি বলেন, মারা যাওয়া চারজনেরই করোনা শনাক্ত হয়েছে মৃত্যুর পর। তাঁদের মধ্যে দুজন সোনাইমুড়ী, একজন সেনবাগ ও একজন বেগমগঞ্জ উপজেলার।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পুলিশ ফাঁড়ির তিনজন সদস্যের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। আর বাকি দুজন কনস্টেবল। আক্রান্ত তিনজনকে আজ নোয়াখালীর কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ হাসপাতালের ইনচার্জ নিরুপম দাশ বলেন, আজ দুপুর পর্যন্ত কোভিড-১৯ হাসপাতালে ৩ পুলিশ সদস্যসহ ২৭ জন রোগী চিকিৎসাধীন। সন্ধ্যা নাগাদ আরও ছয়-সাতজন ভর্তি হবেন। তিনি বলেন, ইতিমধ্যে ২০ জন সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর দুটি ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত (পজিটিভ) হয়। বাকিদের ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ৪১ জন করোনা রোগীর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১৮ জন, সদরে ১০ জন, চাটখিলে ৪ জন, সেনবাগে ৪ জন, হাতিয়ায় ১ জন ও সুবর্ণচরে ৪ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির মধ্যে উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে—সদরে ২৬ জন, সুবর্ণচরে ৫ জন, হাতিয়ায় ৬ জন, বেগমগঞ্জে ১২৩ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জে ৫ জন ও কবিরহাটে ২০ জন।